সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) বিদেশ পালানোর চেষ্টা করতে গিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে সৌদি আরব পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বুধবার (২৪ সেপ্টেম্বর) মোহাম্মদ আলীকে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান।
ওসি জানান, রিকুইজিশনের ভিত্তিতে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আসামিকে আটক করলে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানার একটি টিম তাকে সিলেটে নিয়ে আসে।
মোহাম্মদ আলী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের আলোচিত জুনায়েদুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি।
প্রসঙ্গত, গত বছর ২০২৪ সালের ৫ মার্চ সকালে রুকনপুর গ্রামের জুনায়েদুল ইসলাম ও তার ভাই জাহেদুল ইসলাম সিলেট শহরে যাচ্ছিলেন। পথে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী ও তার সহযোগীরা রুকুনপুর জামে মসজিদের সামনে তাদের ওপর দা দিয়ে হামলা চালায়। হামলাকারীরা উপর্যুপরি কুপিয়ে জুনায়েদুলের টাকনু থেকে পা কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
ঘটনাস্থলেই জুনায়েদুলের মৃত্যু হয়। গুরুতর আহত জাহিদুল দীর্ঘদিন চিকিৎসার পর স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা (নং ১, ৫/৩/২৪) দায়ের করা হয়েছিল।

প্রতিদিনের সিলেট ডেস্ক 



















