সিলেট মহানগরীর সম্মানিত নাগরিক বৃন্দ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল থেকে অভিযান অব্যাহত থাকবে।
১। সিলেট মহানগরী কে যানজট মুক্ত রাখার জন্য নগরীতে ব্যাটারী চালিত রিক্সা রেজিস্ট্রেশন বিহীন ভুয়া নম্বর প্লেট যুক্ত কোন যানবাহন সিলেট মহানগরীতে চলাচল করতে পারবে না।
২। অনুমোদিত স্ট্যান্ডে নির্দিষ্ট সংখ্যক সিএনজি চালিত থ্রি হুইলারের অধিক যানবাহন রাখা যাবে না।
৩। অনুমোদিত বিহীন স্ট্যান্ডে পার্কিং করা যাবে না।
৪। মোটরসাইকেল চালক এবং সহযাত্রী উভয়কেই হেলমেট প্রদান করতে হবে।
৫। সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সিলেট নগরীতে ট্রাক কাভার্ড ভ্যান লরি প্রবেশ করতে পারবে না।
৬। বাস মিনিবাস কোচ কার মাইক্রো বাস হাইয়েছ এর চালকগণ কোন কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এবং সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না।
৭। যে কোন পরিবহনে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না এবং হেডলাইট ব্রেক লাইট সিগন্যাল লাইট সঠিক ছাড়া গাড়ি রাস্তায় বের করা যাবে না।
৮। সিলেট শহরের ভিতরে রাস্তার মধ্যেখানে যাত্রী নামানো বা উঠানো যেখানে সেখানে পার্কিং করা যাবে না।
জনস্বার্থে – সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) কর্তৃক এ আদেশ জারি করা হইল।

নিজস্ব প্রতিবেদক 



















