শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর নতুন সামাজিক বিজ্ঞান ভবনে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্ট এইড সাস্ট’র দুইদিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১১টায় দুইদিনব্যাপী ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন করেন, শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, আয়োজনের সমন্বয়ক শিক্ষার্থী দেলোয়ার হাসান শিশির, সংগঠনের সভাপতি শাকিল মাহমুদ, সহ-সমন্বয়ক আলী আব্বাস শাহিন এবং ফয়সাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দুইদিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পের প্রথমদিন ছেলেদের জন্য এবং দ্বিতীয় দিন নারী শিক্ষার্থীদের জন্য সিলেটের স্বনামধন্য চিকিৎসক দ্বারা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে থাকছে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড প্রেসার, সুগার (ডায়াবেটিস টেস্ট), বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশন, নিউট্রিশনিস্ট, মানসিক স্বাস্থ্য সচেতনতা সেবা এবং প্রাথমিক ওষুধ সরবরাহ।