সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নের দারুল হাদিস তাজুল উলুম মাদ্রাসা ও জাতু গ্রাম বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্নার মাগফিরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের দারুল হাদিস তাজুল উলুম মাদ্রাসা ও জাতু গ্রাম বাজারে আয়োজিত পৃথক পৃথক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি উপদেষ্টা এম এ মতিন, জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন। এসময় বিএনপি যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।