বৃহত্তর সিলেটের পর্যটন ব্যবসায়ীদের সংগঠন ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব সিলেট (টোয়াস) এর কমিটি গঠন করা হয়েছে । বুধবার নগরীর একটি হল রুমে টোয়াসের আহবায়ক হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে সদস্য সচিব শেখ রাফির পরিচালনায় অনুষ্টিত সাধারন সভায় সর্বসম্মতিতে আগামি ২ বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন সভাপতি সিলেট বাংলা ট্যুরিজমের হুমায়ুন কবির লিটন ,সহ-সভাপতি নেক্সট ট্রাভেলার্স এর আহমদ হাসান সায়ীম, সাধারন সম্পাদক ট্রাভেলার্স অব গ্রেটার সিলেটের শেখ রাফি,যুগ্ন-সাধারন সম্পাদক প্যারেন্টস হলিডেজে’র শামিম আহমেদ সুমন,অর্থ সম্পাদক গ্যালিভার এক্সেপ্রেস এর শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পিক এন্ড গো ট্যুরিজমের এর শাকিল হোসেন, প্রচার ও প্রকাশানা সম্পাদক গ্রীন ট্যুরিজমে’র ফয়সল আহমেদ, নির্বাহী সদস্য ট্র্যাভেল গাইড সিলেট ওভাারসিজের জালাল উদ্দিন আহমেদ ও ট্রাভেল এক্সপার্ট অব সিলেট এর জাম্মান রাসেল প্রমুখ।
শুরুতে অনুষ্টিত সাধারন সভায় আরো উপস্তিত ছিলেন মোসাফির ট্রেভেল্স বাংলাদেশের মিসবাউর রহমান ,লতিফ হলিডেজের প্রতিনিধি বশির আহমেদ হেলিম,সোমা হলিডেজের প্রতিনিধি রফিকুল ইসলাম,ট্যুর সিলেটের মোহাম্মদ এনামুল কবির,দুবাই ট্যুরস এন্ড ট্রেভেলম লি: এর আহসান আহমদ,সিটি ওভারসিজের মুমিনুল হক ফাহিম ,ট্রাভেলার্স অব সিলেটের প্রতিনিধি প্রয়াস সরকার,ট্রাভেল সিলেটের দিলওযার হোসেন,এক্সফ্লোরা বাংলাদেশের তৌফিক ইসরাইল মাহদি প্রমুখ।