সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ উৎসব ২০২৫ সম্পন্ন হয়েছে।
সোমবার চন্ডীপুলস্হ দক্ষিণ সুরমা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীন বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহম্মাদ রেজাই রাফিন সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজে চমৎকার পড়ার পরিবেশ বিরাজমান এমন পরিবেশে পড়াশোনাষ যদি শিক্ষার্থী মনোনিবেশ করে তাহলে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, শিক্ষা হচ্ছে মানুষের জীবনের অর্জনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। পড়াশোনায বিনিযোগ করলে সুফল বয়ে আনে। তিনি ছাত্রছাত্রীদের ভাল অভ্যাস তৈরীর মাধ্যমে মানবিক হওযার উপদেশ দেন এবং মন্দ অভ্যাসগুলো পরিহার করে সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে মনে করেন। ২০২৪ এ জুলাই বিপ্লবের মূলনায়ক জেএনজি’র কাছে জাতির ঋণ রয়েছে বলে সবাইকে স্মরণ করিযে দেন। এই জেএনজিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আদর্শ মানুষ তৈরিতে শিক্ষকদের সহায়তার পরামর্শ দেন। একই সাথে তথ্য প্রযুক্তির ব্যবহারে মনোযোগী হওয়া এবং সতর্ক থাকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ইফতেখার আলম।
তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত কলেজে উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠ গ্রহণে মনোযোগী হওয়ার পরামর্শ দেন একই সাথে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকদের তত্ত্বাবধানে সহশিক্ষার অংশ হিসেবে বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক মো. মতিউর রহমান এর সভাপতিত্বে ও কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শ্যামলী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন কলেজের শিক্ষার্থী আহসান হামজা।
নবাগত শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন নওশীন চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইকরা জান্নাত। আবৃত্তি করেন বৃষ্টি। সংগীত পরিবেশন করেন পারভেজ, রাকিবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মো. জয়নুল ইসলাম সহ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলী।

দক্ষিণ সুরমা প্রতিনিধি 



















