ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ‘ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি’র বিশাল মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌর শহরের পুরাণ বাজারস্থ আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে মুবারক র্যালীটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
র্যালী শেষে প্রতিষ্ঠানের মিলনায়তনে উপজেলা আল ইসলাহ’র উপদেস্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ মাওলানা আখতার আলীর সভাপতিত্বে ও ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন, বিশ্বনাথ মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা খাইরুল ইসলাম, দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, লামাকাজী ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ শফিকুর রহমান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শফিক আহমদ পিয়ার। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান।
এসময় অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি মাওলানা মোঃ আকমল হোসেন শাকুর, পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা রফিকুল ইসলাম মুবিন, সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ইসলাম আঙ্গুর, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, রামপাশা ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা মনসুর আহমদ বিপ্লবী, বিশ্বনাথ ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম, দশঘর ইউনিয়ন আল-ইসলাহ’র সভাপতি মাওলানা হাবিবুর রহমান, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামীযের সভাপতি মোঃ শুয়াইবুল ইসলাম, বিশ্বনাথ পৌর তালামীযের সভাপতি আউয়াল হোসেন পারভেজ, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।