, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে: লিটলবার্ড কিন্ডারগার্টেন এ সংবর্ধনা সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার খাল খননে প্রাণ ফিরেছে দক্ষিণ সুরমার কৃষিতে, সেচ সুবিধায় হাসি ফিরেছে হাজারো কৃষকের মুখে সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান সুনামগঞ্জে হাওরে তাণ্ডব: হাঁসের খামারে সশস্ত্র হামলা ও লুটপাট, মালিকসহ তিনজন রক্তাক্ত মৌলভীবাজারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আটক ৪ বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া সিলেটের বেলুন ভারতে, আসামে আতঙ্কে পুলিশ সিলেটে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সিএনজি

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী 

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ১৩৯ পড়া হয়েছে

ভুটান ম্যাচে ক্লান্তি ঝেড়ে ফেলতে পরের দিন পুরোপুরি বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ফুটবল দল। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন হামজা চৌধুরী। ঈদ-উল-আযহা উপলক্ষে আরাফার দিনে রোজা রেখেছেন বাংলাদেশের এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।

হামজার গোলেই বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আরেক মিডফিল্ডার সোহেল রানার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার হোটেলে শুয়ে-বসে, গল্প করে খেলোয়াড়রা সময় কাটালেও ভাবনায় ঠিকই ছিল সিঙ্গাপুর ম্যাচের ভাবনা। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে দলের। গত মার্চে ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে এবারের বাছাই শুরু করে হাভিয়ের কাবরেরার দল।

হামজার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও ব্যক্তিগত জীবনে তিনি বেশ ধর্মপ্রাণ। বাংলাদেশের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়া তিনি শুরু করেছেন সালাম দিয়ে। এছাড়াও তিনি ধর্মের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন। ম্যাচের আগে মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য চান। চলমান ফিলিস্তিন ইস্যুতে অনেক আগে থেকেই সরব ভূমিকা পালন করেছেন তিনি, ২০২১ সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এফ এ কাপজয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা।

সেই হামজা আজ রোজা রেখেছেন আরাফার দিনের। তবে জাতীয় দলের ক্যাম্পে তিনি একাই রোজা রাখছেন না। টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও সিয়াম পালন করছেন বলে জানা গেছে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১০ জুন। এজন্য শুক্রবার থেকে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করবে বাংলাদেশ দল। ঈদের দিনও মাঠে নামতে হতে পারে ফুটবলারদের। তবে সকালে ঈদের অনুষ্ঠানিকতা সেরে বিকেলে অনুশীলনে ফিরতে পারে দল।

জনপ্রিয়

শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে: লিটলবার্ড কিন্ডারগার্টেন এ সংবর্ধনা

আরাফার দিনে রোজা রাখলেন হামজা চৌধুরী 

প্রকাশের সময় : ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

ভুটান ম্যাচে ক্লান্তি ঝেড়ে ফেলতে পরের দিন পুরোপুরি বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ফুটবল দল। সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন হামজা চৌধুরী। ঈদ-উল-আযহা উপলক্ষে আরাফার দিনে রোজা রেখেছেন বাংলাদেশের এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার।

হামজার গোলেই বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ। পরে আরেক মিডফিল্ডার সোহেল রানার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার হোটেলে শুয়ে-বসে, গল্প করে খেলোয়াড়রা সময় কাটালেও ভাবনায় ঠিকই ছিল সিঙ্গাপুর ম্যাচের ভাবনা। এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে গ্রুপ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে দলের। গত মার্চে ভারতের বিপক্ষে গোলশুন্য ড্র দিয়ে এবারের বাছাই শুরু করে হাভিয়ের কাবরেরার দল।

হামজার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও ব্যক্তিগত জীবনে তিনি বেশ ধর্মপ্রাণ। বাংলাদেশের মাটিতে প্রথম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দেওয়া তিনি শুরু করেছেন সালাম দিয়ে। এছাড়াও তিনি ধর্মের বিধিনিষেধ মেনে চলার চেষ্টা করেন। ম্যাচের আগে মোনাজাত ধরে স্রষ্টার সাহায্য চান। চলমান ফিলিস্তিন ইস্যুতে অনেক আগে থেকেই সরব ভূমিকা পালন করেছেন তিনি, ২০২১ সালে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন এফ এ কাপজয়ের পর ওয়েম্বলি স্টেডিয়ামে উড়িয়েছিলেন ফিলিস্তিনের পতাকা।

সেই হামজা আজ রোজা রেখেছেন আরাফার দিনের। তবে জাতীয় দলের ক্যাম্পে তিনি একাই রোজা রাখছেন না। টিম ম্যানেজার আমের খান ও টিম অ্যাটেনডেন্ট মোহাম্মদ মহসিনও সিয়াম পালন করছেন বলে জানা গেছে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১০ জুন। এজন্য শুক্রবার থেকে অনুশীলনে ঘাম ঝরানো শুরু করবে বাংলাদেশ দল। ঈদের দিনও মাঠে নামতে হতে পারে ফুটবলারদের। তবে সকালে ঈদের অনুষ্ঠানিকতা সেরে বিকেলে অনুশীলনে ফিরতে পারে দল।