আজ ৪ জানুয়ারি ২০২৬, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহীদ রুহুল আমিনের ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে। ২৮ বছর আগে এই দিনে ছাত্রলীগের একদল সন্ত্রাসীর হাতে তিনি নির্মমভাবে প্রাণ হারান।
শহীদ রুহুল আমিনের বড় ভাই, বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন নুরুল, শহীদ ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়েছেন।
উক্ত দিনে পরিবারের পক্ষ থেকে শহীদ রুহুল আমিনের আত্মার শান্তি ও জান্নাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রুহুল আমিনের আত্মত্যাগ আজও ছাত্রদল এবং শিক্ষাঙ্গনে স্মৃতির অমলিন অংশ হিসেবে থেকে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 

















