সুনামগঞ্জের দিরাইয়ে ১ হাজার ৫২০ লিটার দেশীয় চুলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দিরাই পৌরশহরের শাল্লা রোডের আবাসিক এলাকা থেকে নিপ্পন সাহা (৩৫) ও উত্তম কুমার সাহা (৫৭) নামে দুইজন কে গ্রেফতার করেন দিরাই থানা পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী মদসহ দুইজন গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, দিরাই থানার অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যার এর উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

দিরাই প্রতিনিধি 

















