সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই কার্যক্রম শেষে এসব তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সরওয়ার আলম।
তিনি বলেন, সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আবরার ইলিয়াসসহ মোট ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সময়ে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে সিলেট-২ ও সিলেট-৩ আসনে দু’জন করে এবং সিলেট-৪, সিলেট-৫ ও সিলেট-৬ আসনে একজন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

নিজস্ব প্রতিবেদক 

















