, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার খাল খননে প্রাণ ফিরেছে দক্ষিণ সুরমার কৃষিতে, সেচ সুবিধায় হাসি ফিরেছে হাজারো কৃষকের মুখে সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান সুনামগঞ্জে হাওরে তাণ্ডব: হাঁসের খামারে সশস্ত্র হামলা ও লুটপাট, মালিকসহ তিনজন রক্তাক্ত মৌলভীবাজারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আটক ৪ বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া কঠিন করল অস্ট্রেলিয়া সিলেটের বেলুন ভারতে, আসামে আতঙ্কে পুলিশ সিলেটে যাত্রীবেশে ভয়ংকর ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার সিএনজি দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন

সিলেটের বেলুন ভারতে, আসামে আতঙ্কে পুলিশ

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রশি কেটে উড়ে যাওয়া গ্যাস বেলুন দেশের সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারতের আসামে। বেলুনটি রাজ্যের শিলচড়ে গিয়ে মাটিতে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানকার পুলিশ বাহিনী ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর বেলুনটি নিরাপদ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলুনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে লাগানো হয়েছিল।

স্থানীয়রা জানায়, ঘিলাছাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর উদযাপন উপলক্ষে বিশাল সাদা বেলুনটি গ্যাস দিয়ে ফুলিয়ে রশি দিয়ে টানানো হয় বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে। আকাশে ঝুলতে থাকা বেলুনটিতে বিদ্যালয়ে অবদান রাখা তিন ব্যক্তির ছবিও লাগানো ছিল। এক পর্যায়ে বেলুনটি রশি ছিঁড়ে উড়ে যায়।

ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিল্লুর রহমান জয় বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি অনুষ্ঠান ছিল শুক্র ও শনিবার।

অনুষ্ঠান শেষ সন্ধ্যার পর কোনো একসময় বেলুনটি রশি ছিঁড়ে উড়ে যায়। এরপর আজ শুনেছি সেটি ভারতের আসামে গিয়ে পড়েছে। এখন সেটি আন্তর্জাতিক খবর হয়ে গেছে!’
আরো পড়ুন
আপিল করেও প্রার্থিতা হারালেন ২৩ জন
আপিল করেও প্রার্থিতা হারালেন ২৩ জন

আসামের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জে রশি ছিঁড়ে উড়ে যাওয়া বেলুনটিকে রবিবার ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকায় কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান।

পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার স্থানীয় অনলাইন পোর্টাল দ্য আসাম ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।

জনপ্রিয়

সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

সিলেটের বেলুন ভারতে, আসামে আতঙ্কে পুলিশ

প্রকাশের সময় : ০১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে রশি কেটে উড়ে যাওয়া গ্যাস বেলুন দেশের সীমান্ত পেরিয়ে চলে গেছে ভারতের আসামে। বেলুনটি রাজ্যের শিলচড়ে গিয়ে মাটিতে পড়ার পর এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানকার পুলিশ বাহিনী ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার পর বেলুনটি নিরাপদ ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলুনটি ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে লাগানো হয়েছিল।

স্থানীয়রা জানায়, ঘিলাছাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর উদযাপন উপলক্ষে বিশাল সাদা বেলুনটি গ্যাস দিয়ে ফুলিয়ে রশি দিয়ে টানানো হয় বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে। আকাশে ঝুলতে থাকা বেলুনটিতে বিদ্যালয়ে অবদান রাখা তিন ব্যক্তির ছবিও লাগানো ছিল। এক পর্যায়ে বেলুনটি রশি ছিঁড়ে উড়ে যায়।

ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিল্লুর রহমান জয় বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি অনুষ্ঠান ছিল শুক্র ও শনিবার।

অনুষ্ঠান শেষ সন্ধ্যার পর কোনো একসময় বেলুনটি রশি ছিঁড়ে উড়ে যায়। এরপর আজ শুনেছি সেটি ভারতের আসামে গিয়ে পড়েছে। এখন সেটি আন্তর্জাতিক খবর হয়ে গেছে!’
আরো পড়ুন
আপিল করেও প্রার্থিতা হারালেন ২৩ জন
আপিল করেও প্রার্থিতা হারালেন ২৩ জন

আসামের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জে রশি ছিঁড়ে উড়ে যাওয়া বেলুনটিকে রবিবার ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকায় কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান।

পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানকার স্থানীয় অনলাইন পোর্টাল দ্য আসাম ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।