বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ইমরুল কায়েস এবার নামছেন নতুন ভূমিকায়। ব্যাট হাতে নয়, কোচ হিসেবে দেখা যাবে তাকে। বিপিএলের নতুন দল সিলেট টাইটান্সের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে একাধিকবার শিরোপা জেতানো ইমরুল দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতার প্রতীক। জাতীয় দলের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি–টোয়েন্টি খেলা এই বাঁহাতি ব্যাটার শেষবার খেলেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। খেলার পাশাপাশি ধীরে ধীরে কোচিংয়ের দিকেও মনোযোগ দিচ্ছেন তিনি। বিপিএলের মতো বড় মঞ্চেই শুরু হচ্ছে তার কোচিং অধ্যায়।
সিলেট টাইটান্সের কোচিং প্যানেলে ইমরুলের সঙ্গে রয়েছেন সাবেক জাতীয় পেসার সৈয়দ রাসেল, যিনি দায়িত্ব নিয়েছেন পেস বোলিং কোচ হিসেবে। বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ৮ টি–টোয়েন্টি খেলা রাসেল আগেও কোচিংয়ে যুক্ত ছিলেন এবং সিলেট স্ট্রাইকার্সের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। এবার নতুন নামে, নতুন উদ্যমে আবারও ফিরলেন সিলেটের কোচিং টিমে।
দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম, আর ফিল্ডিং কোচ হিসেবে থাকবেন কিমস্লে রব।
খেলোয়াড় দলে ইতোমধ্যে যোগ দিয়েছেন জাতীয় দলের দুই তারকা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। অলরাউন্ডার মিরাজকেই দেওয়া হয়েছে দলের নেতৃত্ব। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে অভিষেক মৌসুমেই শক্তিশালী দল গঠনের দিকেই নজর দিয়েছে সিলেট টাইটান্স।
এদিকে বিপিএলের নতুন আসর ঘিরে তোড়জোড় চলছে জোরেশোরে। গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবারের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্স, ট্রায়াঙ্গাল সার্ভিস চট্টগ্রাম, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট টাইটান্স এবং চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকার মালিকানা।

স্পোর্টস ডেস্ক 
























