বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান বলেছেন, পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে সত্যিকার মুত্তাকী হিসাবে সকল মুসলমানরা নিজদের গঠন করতে হবে । কারণ সৎ মানুষ ছাড়া খোদা ভীরু সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর খোদা ভীরু সমাজ গঠিত হলে, সন্ত্রাস ও চাঁদাবাজী চলবেনা। সমাজে তখন ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে । তিনি গত ১৩ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ পৌর শাখার উদ্যোগে স্থানীয় একটি সেন্টারে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল কাইয়ুম, উপজেলা আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েব আমীর ইমাদ উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা আমির উদ্দিন। বিশ্বনাথ পৌর জামায়াতের সেক্রেটারি জাহেদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান,বাবুল মিয়া, তালেব আহমদ গোলাপ, আবু সাঈদ প্রমুখ।