, বুধবার, ০৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল সিলেটে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ, আটক ৩ হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে বিশ্বনাথে বিএনপির বিজয় মিছিল ৩৬ জুলাইয়ে সিলেটে শহীদদের স্মরণে ৩৬টি বৃক্ষরোপণ ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা বিমানবন্দরে সংবর্ধিত ফ্যাসিবাদবিরোধী সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জন সিলেটে জোড়া খুনের মামলার রায়ে ২ ভাইয়ের মৃত্যুদণ্ড সিলেটে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ : ৪ জন শনাক্ত বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

দেশের প্রধান সমস্যা গণতন্ত্রহীনতা, তা পুনরুদ্ধারে জনগণ উদগ্রীব : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “দেশের প্রধান সমস্যা এখন গণতন্ত্রহীনতা। দেশের জনগণ আজ গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও ভোটাধিকার ফিরে পেতে সর্বোচ্চ আগ্রহ ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দক্ষিণ সুরমার দাউদপুর বাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ ইনক-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আর আমরা সংঘাতে যেতে চাই না—শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই রাজপথে সক্রিয় থাকবো।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে রাষ্ট্রের তিনটি অঙ্গ—বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা—সমতার ভিত্তিতে চলবে, এবং ভবিষ্যতে আর কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে না হয়।

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের সমস্যা এই দেশের মাটিতেই সমাধান করতে হবে। শহীদ জিয়া গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শকে সামনে রেখেই আমরা একটি নতুন, জনগণের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, আফতাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জুর, পাবেল রহমান, লিটন আহমদ প্রমুখ।

জনপ্রিয়

জুলাই গণভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের গণমিছিল

দেশের প্রধান সমস্যা গণতন্ত্রহীনতা, তা পুনরুদ্ধারে জনগণ উদগ্রীব : কাইয়ুম চৌধুরী

প্রকাশের সময় : ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “দেশের প্রধান সমস্যা এখন গণতন্ত্রহীনতা। দেশের জনগণ আজ গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও ভোটাধিকার ফিরে পেতে সর্বোচ্চ আগ্রহ ও প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সেই অধিকার ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।”

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে দক্ষিণ সুরমার দাউদপুর বাজারে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সিলেট দক্ষিণ সুরমা ইউনাইটেড ইউএসএ ইনক-এর উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত ১৬ বছর ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব জনগণের সেই হারানো অধিকার ফিরিয়ে দেওয়া। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী, আর আমরা সংঘাতে যেতে চাই না—শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই রাজপথে সক্রিয় থাকবো।

কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে রাষ্ট্রের তিনটি অঙ্গ—বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা—সমতার ভিত্তিতে চলবে, এবং ভবিষ্যতে আর কখনো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে না হয়।

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের সমস্যা এই দেশের মাটিতেই সমাধান করতে হবে। শহীদ জিয়া গণতন্ত্র, দেশপ্রেম ও জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শকে সামনে রেখেই আমরা একটি নতুন, জনগণের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আরিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, যুগ্ম সম্পাদক কোহিনূর আহমেদ, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, আফতাব উদ্দিন, ময়নুল ইসলাম মঞ্জুর, পাবেল রহমান, লিটন আহমদ প্রমুখ।