সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত কামরান আহমদ সজল (৩০) গ্রেফতার হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে থানাধীন বন্দরবাজার এলাকার জেল রোডে তোফা এন্টারপ্রাইজের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামরান আহমদ সজল মৃত আব্দুল কাদিরের ছেলে। তার বাড়ি সিলেট জেলার শাহপরান (রহ.) থানার শিবগঞ্জ এলাকার সেনপাড়ায়।
পুলিশের সিডিএমএস (Crime Data Management System) পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ মোট ২০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।
কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নিজস্ব প্রতিবেদক 

















