খুলনা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহাগ মিয়া (২৯)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছনখাইর এলাকার নূর ইসলামের ছেলে।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ১ জানুয়ারি স্কুলে যাওয়ার পর ওই স্কুলছাত্রী আর বাড়ি ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা জানতে পারেন, খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯ বুধবার রাতে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।

নিজস্ব প্রতিবেদক 

















