সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রীকে মাত্র ৩০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিখোঁজ স্কুলছাত্রী (১৫) দক্ষিণ সুরমা উপজেলার চক কালারাই এলাকার বাসিন্দা আব্দুর রব তালুকদারের মেয়ে এবং বর্তমানে মোগলাবাজার থানাধীন মাঝেরগাঁও সিলামে বসবাস করে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত ৫ জানুয়ারি ২০২৬ সকালে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়।
ঘটনার পর ওই দিনই মেয়েটির বাবা আব্দুর রব তালুকদার মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডি নম্বর ২১৪ (তারিখ: ০৫/০১/২০২৬)। ডায়েরির তদন্তভার দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল শুভকে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড এলাকার পানসী রেস্টুরেন্টের সামনে থেকে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন : ১. আল-আমিন হাসান (১৮), পিতা: আবুল কাশেম, ঠিকানা: কাশিনাথ রোড, মৌলভীবাজার সদর মডেল থানা। ২. মাহি আহমেদ নয়ন (১৮), পিতা: মুকিত আহমেদ, ঠিকানা: ছয়াপুর, মৌলভীবাজার সদর মডেল থানা; স্থায়ী ঠিকানা: কাচরিবাজার, মৌলভীবাজার।
পুলিশ তাদের হেফাজত থেকে নিখোঁজ স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক 


















