ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
সোমবার (৫ জানুয়ারি) রাতে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।
এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র্যাব।
মঙ্গলবার (৬ জানুয়ারি) র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রী ছাউনি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
উদ্ধার পাইপগান ও পেট্রোল বোমাগুলো নাশকতা ও সহিংস কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

দক্ষিণ সুরমা প্রতিনিধি 


















