, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সিলেটের ৩০০ কারাবন্দী খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার সিলেট পুলিশের অভিযানে শীর্ষ ছিনতাইকারী ও ডাকাত সজল গ্রেফতার শিক্ষার্থীদের বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখাতে হবে: লিটলবার্ড কিন্ডারগার্টেন এ সংবর্ধনা সিলেটে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার খাল খননে প্রাণ ফিরেছে দক্ষিণ সুরমার কৃষিতে, সেচ সুবিধায় হাসি ফিরেছে হাজারো কৃষকের মুখে সিলেটে বাল্যবিবাহ রুখে দিল উপজেলা প্রশাসন, মুচলেকায় বন্ধ হলো বিয়ে খালেদা জিয়ার ঐতিহ্য বজায় রেখে সিলেট থেকে প্রচার শুরু করছেন তারেক রহমান সুনামগঞ্জে হাওরে তাণ্ডব: হাঁসের খামারে সশস্ত্র হামলা ও লুটপাট, মালিকসহ তিনজন রক্তাক্ত মৌলভীবাজারে ডাকাতি করে পালানোর সময় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ আটক ৪
কাউকে আটক করা যায়নি

লালাবাজারে যাত্রী ছাউনি থেকে পাইপগান ও পেট্রোল বোমা উদ্ধার

ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।

এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) র‍্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রী ছাউনি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার পাইপগান ও পেট্রোল বোমাগুলো নাশকতা ও সহিংস কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

প্রথমবার পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সিলেটের ৩০০ কারাবন্দী

কাউকে আটক করা যায়নি

লালাবাজারে যাত্রী ছাউনি থেকে পাইপগান ও পেট্রোল বোমা উদ্ধার

প্রকাশের সময় : ১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (৫ জানুয়ারি) রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের লালারগাঁও এলাকার যাত্রী ছাউনি থেকে শপিং ব্যাগ উদ্ধার করে।

এসময় ব্যাগ থেকে ১টি দেশীয় তৈরী ওয়ান শুটার পাইপগান ও ৫টি পেট্রোল বোমা উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) র‍্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি যাত্রী ছাউনি তল্লাশি করে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধার পাইপগান ও পেট্রোল বোমাগুলো নাশকতা ও সহিংস কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানিয়েছে, সিলেট বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।