কার্যক্রম নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নে ঝটিকা বিক্ষোভ মিছিলে অংশ নেয়া যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মিনা দাশ (৪০) সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।
বুধবার দিনে গৌরারং ইউনিয়নের লালপুর এলাকায় ঝটিকা মিছিল করে ১০-১৫ জন আওয়ামী লীগ সমর্থক। মিছিলের অগ্রভাগে থাকা একমাত্র নারী ছিলেন পুরান লক্ষণশ্রীর মিনা দাশ। মিছিল দিয়ে ঢাকা পালানোর সময় বাস কাউন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাকি দুইজন হলেন- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জ পৌর শাখার সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল হক মাহি (২৩), জেলা শাখার সহ সভাপতি নিহার রঞ্জন (৪০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে।

সুনামগঞ্জ প্রতিনিধি 


















