আগামী ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ‘জামেয়াতুল খাইর’ শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজক প্রতিষ্ঠান সিলেটের খাদিমনগর পীরেরবাজার এলাকার ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, চির মজলুম দেশ ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের বিষয় নয়। বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও দেশটির প্রতি মানবাধিকারবিরোধী অব্যাহত অপরাধ। আগামী ১৭ নভেম্বরের সিলেটের আন্তর্জাতিক সম্মেলন থেকে বিশ্বের মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হবে। আর সিলেটের এ সম্মেলনে জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের আমন্ত্রণে আসছেন- বাংলাদেশের ইতিহাসের সঙ্গে প্রাসঙ্গিক এবং ইসলামি বিশ্বে বরেণ্য ব্যক্তিত্ব, পাকিস্তান জমিয়তে ওলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান। তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
মজলুম দরদি এ আয়োজনে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে। সম্মেলনটি ১৭ নভেম্বর বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাওলানা আবদুল মুকতাদির বলেন, সম্মেলনের প্রধান অতিথি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সব সংকটপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন মেয়াদে ২৫ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি মুসলিম সম্প্রদায়ের মধ্যে এবং বিশ্বব্যাপী ঐক্য, মধ্যপন্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মুসলিম ওয়ার্ল্ড লিগের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব ও ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’ সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আব্দুল গনি।

নিজস্ব প্রতিবেদক 


















