সিলেটে গণমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের তিনজন প্রতিনিধিসহ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট-এর প্রতিনিধিবৃন্দ বুধবার (৫ নভেম্বর) একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন ‘সমতায় তারুণ্য – ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায়।
বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস চার বছর মেয়াদী এই প্রকল্পটিতে অর্থায়ন করছে।
আলোচনা সভায় প্রকল্পের আওতায় গণমাধ্যম কর্মীদের সাথে সম্পৃক্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য দেওয়া হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা মাঠপর্যায়ে কাজ ও সংবাদে জেন্ডার-সংবেদনশীল ভাষা ব্যবহার সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।
বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি জনাব ইয়ান সুইলিয়ান্স; সিনিয়র পলিসি অ্যাডভাইজার (জেন্ডার ও সিভিল সোসাইটি) জনাব মাশফিকা জামান সাটিয়ার; এবং ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার জনাব বার্ড ইজিং।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন ডিরেক্টর (প্রোগ্রাম) মাহিন নেওয়াজ চৌধুরী; ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) নিলীমা ইয়াসমিন; প্রজেক্ট কনসোর্টিয়াম ম্যানেজার মো. হোসাইন শাকির ও প্রকল্পের মিডিয়া স্পেশ্যালিস্ট রতন মালো।
জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন) মো: ইফতিখার উল করিম, সমতায় তারুণ্য প্রকল্পের ম্যানেজার সৌরভ সাহা; প্রকল্প কর্মকর্তা মেহনাজ ওয়ার্দা লিথি ও প্রকল্পের সিলেট জেলা কোঅর্ডিনেটর আয়েশা পারভীন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সংবাদ পরিবেশনে, ভাষা ব্যবহারে, আরো কিভাবে সচেতন থাকতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়। সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় ২০২৬ সালে গণমাধ্যম প্রতিযোগিতায় সিলেট থেকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।
সাংবাদিকদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, দৈনিক শুভ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক মো. ফয়ছল আলম, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা ফয়সাল আমীন, প্রতিদিনের বাংলাদেশ এর ব্যুরো প্রধান আহমদ মারুফ, নিউ ন্যাশন ও জনকণ্ঠের ব্যুরো প্রধান এস এ শফি, দৈনিক জালালাবাদ এর যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তাফা খান, দেশ টিভি’র ব্যুরো প্রধান খালেদ আহমদ, উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, বাসস এর সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, ভোরের ডাক প্রতিনিধি আব্দুল হান্নান।
উল্লেখ্য, সমতায় তারুণ্য প্রকল্প: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে চার বছর মেয়াদী “সমতায় তরুণ্য – ইয়ুথ ফর ইক্যুয়ালিটি” বাংলাদেশের আটটি বিভাগে বাস্তবায়ন করছে।
সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় তরুণদের সক্ষমতা বৃদ্ধি, মিডিয়া লিটারেসি, অনলাইন সুরক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব এবং যুবনেতৃত্বাধীন সংগঠনদের সাথে অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।
তরুণদের ক্ষমতায়ন, গণমাধ্যমে জেন্ডার-সংবেদনশীলতার চর্চা, জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে প্রকল্পটি।

নিজস্ব প্রতিবেদক 


















