যুক্তরাজ্যস্থ লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকের গৃহ নির্মাণ প্রকল্পের ১৩তম টিনশেড ঘরের ভিত্তি প্রস্হর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের লালারগাঁওস্থ সমছু মিয়ার নিজ বসতভিটায় লুয়েট’র ১২তম টিনসেড বিল্ডিং সম্পূর্ন হওয়ার পর সমছু মিয়ার ১৩তম টিন সেড বিল্ডিং নির্মান কাজের ভিত্তি প্রস্হর স্থাপন করা হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালাবাজার ইউনিয়নের কৃতি সন্তান সুইন্ডন বরো লন্ডনের সাবেক মেয়র জনাব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
ভিত্তি প্রস্তর স্থাপম অনুষ্ঠানে এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট (লুয়েট) ইউকে অত্র ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। গৃহ নির্মাণ, শিক্ষা বৃত্তি, অসহায়দের সহযোগিতাসহ বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৩তম গৃহ নির্মাণ কাজের ভিত্তি প্রস্হর স্থাপন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি 


















