, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন
সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে : বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপিত

প্রাকৃতিক সম্পদ রক্ষা করে সিলেটে পর্যটনের প্রসার ঘটাতে হবে : বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অন্যতম একটি পর্যটন এলাকা। এ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষা করেই এখানে পর্যটনের প্রসার ঘটাতে হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় সিলেটে পর্যটনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, সরকার পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে সিলেটের পর্যটন খাত আরো উন্নত হবে। তিনি আরও বলেন, পর্যটন খাতকে ঘিরে কর্মসংস্থান বৃদ্ধির অপার সম্ভাবনা রয়েছে। কাজেই শুধু দিবস উদ্‌যাপনে সীমাবদ্ধ না থেকে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে রক্ষা করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৫ এর উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে ঐতিহাসিক ক্বিন ব্রীজে এসে শেষ হয়। র‍্যালি শেষে সারদা হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ ও সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা ছাড়াও দিনব্যাপী বিশেষ বিশেষ কার্যক্রম পরিচালিত হয়। এরমধ্যে রয়েছে সচেতনতামূলক সাইক্লিং, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী পর্যটন মেলা এবং নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ডিসপ্লে ও ক্বিন ব্রীজসংলগ্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ১৯৮০ সাল থেকে জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা কর্তৃক প্রতিবছর ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পর্যটন দিবস উদ্‌যাপন করা হয়।