, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ : চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। এর আগে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান (সম্প্রতি বহিষ্কৃত)।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তাঁরা আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ সময় পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন তাঁরা।

ঘটনার পরদিন গোয়াইনঘাট থানায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে মামলা হয়। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ : চার ছাত্রদল-যুবদল নেতা কারাগারে

প্রকাশের সময় : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ছাত্রদল ও যুবদলের চার নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। এর আগে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ খান (সম্প্রতি বহিষ্কৃত)।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) আশিক উদ্দিন জানান, ওই চারজন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার তাঁরা আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। তবে আদালত আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১৪ জুন জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাঁদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। এ সময় পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন তাঁরা।

ঘটনার পরদিন গোয়াইনঘাট থানায় সরকারি কাজে বাধাদান, গাড়ি আটক ও অবরোধের অভিযোগে মামলা হয়। এতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়।