, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক জগন্নাথপুরে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব সিলেটে সুপারির দামে অস্থিরতা : কেজিপ্রতিতে দাম বেড়েছে ৫০০ টাকা

ধসে পড়ার আশঙ্কায় সিলেটের শেরপুর সেতু

সিলেটের ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কুশিয়ারা নদীর ওসমানীনগর অংশে বালু উত্তোলনের সরকারি কোনো অনুমতি নেই। সরকারি নির্দেশ অমান্য করে ওসমানীনগর উপজেলার অংশ থেকে বালু উত্তোলনের অভিযোগে দীর্ঘদিনের। এসব বালু উত্তোলনে ব্যবহার হয় বিশাল আকারের ড্রেজার মেশিন। আর এসব মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এতে হুমকির মুখে পড়েছে কুশিয়ারা নদীর উপরের শেরপুর সেতু।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী আব্দুল জুনায়েদসহ বেশ কয়েকজন প্রভাব খাটিয়ে অবৈধভাবে কুশিয়ারা নদীর শেরপুর সেতুর নিচ থেকে বালু উত্তোলন করেছেন। ফলে শব্দ দূষণে অতিষ্ঠ স্থানীয়রা ও বালু উত্তোলনে হুমকির মধ্যে রয়েছে কুশিয়ারা নদীর শেরপুর সেতু। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে আব্দুল জুনায়েদকে অভিযুক্ত করে এলাকাবাসীর পক্ষে গত ৭ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই দিনই অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্বায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে বিশাল জনবল ব্যবহার করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন আব্দুল জুনায়েদ। দিন ও রাতে একই স্থানে বালু উত্তোলন ও আনলোডে বিশাল আকারের ড্রেজার মেশিন ব্যবহার করছেন। ফলে ড্রেজারের শব্দ দূষণে অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয়রা। শিক্ষার্থীদের পড়া লেখায় ক্ষতি ও নির্ঘুম রাত কটাতে হচ্ছে তাদের। এছাড়া অসুস্থ ও বৃদ্ধ মানুষের নানা শারিরিক সমস্যার তৈরি হচ্ছে বলে অভিযোগে উল্যেখ করা হয়। কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীর ও একাধিক গ্রামের রাস্তায় ভাঙ্গন শুরু হয়েছে। ব্রিজের নিচে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সিলেট-ঢাকা মহাসড়কের যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্রিজটি অত্যান্ত ঝুকিপূর্ণ রয়েছে। যে কোনো সময় বল্কসহ ব্রিজের বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। নদীর তীরবর্তী একাধিক রাস্তা ভেঙ্গে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, হুমকিতে রয়েছে নতুন বস্তি গ্রাম। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজসহ একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। অবৈধ বালু পরিবহন করায় নতুন বস্তি, বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে, ড্রেজার মেশিনের পাইপ দিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শে আইলেন্ট সৃষ্টি করায় সব সময় পানি জমাট থাকে। পনি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ছোট-বড় যানবাহনসহ স্থানীয়দের যাতায়েতে নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্যেখ করা হয়। অভিযোগের বিষয়ে আব্দুল জুনায়েদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে, আব্দুল জুনায়েদের ড্রেজার মেশিনে কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজের অংশ থেকে বালু উত্তোলনের বিষয়টি মোবাইল ফোনে স্বীকার করেছেন মুনু মিয়া নামের একজন স্থানীয় বালু ব্যবসায়ী। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের আইনী নিদের্শনা রয়েছি কি না? জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) জয়নাল আবেদীন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়াম্যানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসন ব্যবস্থ নেবে। প্রশাসনের পক্ষ থেকে কুশিয়ারা নদীতে তদারকি অব্যাহত রয়েছে।’

জনপ্রিয়

বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা

ধসে পড়ার আশঙ্কায় সিলেটের শেরপুর সেতু

প্রকাশের সময় : ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে। যদিও কুশিয়ারা নদীর ওসমানীনগর অংশে বালু উত্তোলনের সরকারি কোনো অনুমতি নেই। সরকারি নির্দেশ অমান্য করে ওসমানীনগর উপজেলার অংশ থেকে বালু উত্তোলনের অভিযোগে দীর্ঘদিনের। এসব বালু উত্তোলনে ব্যবহার হয় বিশাল আকারের ড্রেজার মেশিন। আর এসব মেশিনের শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে উঠেছেন নদী তীরবর্তী বাসিন্দারা। এতে হুমকির মুখে পড়েছে কুশিয়ারা নদীর উপরের শেরপুর সেতু।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী আব্দুল জুনায়েদসহ বেশ কয়েকজন প্রভাব খাটিয়ে অবৈধভাবে কুশিয়ারা নদীর শেরপুর সেতুর নিচ থেকে বালু উত্তোলন করেছেন। ফলে শব্দ দূষণে অতিষ্ঠ স্থানীয়রা ও বালু উত্তোলনে হুমকির মধ্যে রয়েছে কুশিয়ারা নদীর শেরপুর সেতু। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণে আব্দুল জুনায়েদকে অভিযুক্ত করে এলাকাবাসীর পক্ষে গত ৭ সেপ্টেম্বর ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ওই দিনই অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্বায়িত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর ব্রিজ সংলগ্ন স্থান থেকে বিশাল জনবল ব্যবহার করে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন আব্দুল জুনায়েদ। দিন ও রাতে একই স্থানে বালু উত্তোলন ও আনলোডে বিশাল আকারের ড্রেজার মেশিন ব্যবহার করছেন। ফলে ড্রেজারের শব্দ দূষণে অতিষ্ট হয়ে পড়েছেন স্থানীয়রা। শিক্ষার্থীদের পড়া লেখায় ক্ষতি ও নির্ঘুম রাত কটাতে হচ্ছে তাদের। এছাড়া অসুস্থ ও বৃদ্ধ মানুষের নানা শারিরিক সমস্যার তৈরি হচ্ছে বলে অভিযোগে উল্যেখ করা হয়। কুশিয়ারা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীর ও একাধিক গ্রামের রাস্তায় ভাঙ্গন শুরু হয়েছে। ব্রিজের নিচে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় সিলেট-ঢাকা মহাসড়কের যোগাযোগের গুরুত্বপূর্ণ ব্রিজটি অত্যান্ত ঝুকিপূর্ণ রয়েছে। যে কোনো সময় বল্কসহ ব্রিজের বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। নদীর তীরবর্তী একাধিক রাস্তা ভেঙ্গে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, হুমকিতে রয়েছে নতুন বস্তি গ্রাম। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর ব্রিজসহ একাধিক মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান। অবৈধ বালু পরিবহন করায় নতুন বস্তি, বিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

এদিকে, ড্রেজার মেশিনের পাইপ দিয়ে সিলেট-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শে আইলেন্ট সৃষ্টি করায় সব সময় পানি জমাট থাকে। পনি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ছোট-বড় যানবাহনসহ স্থানীয়দের যাতায়েতে নানা ভোগান্তির সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্যেখ করা হয়। অভিযোগের বিষয়ে আব্দুল জুনায়েদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে, আব্দুল জুনায়েদের ড্রেজার মেশিনে কুশিয়ারা নদীর শেরপুর ব্রিজের অংশ থেকে বালু উত্তোলনের বিষয়টি মোবাইল ফোনে স্বীকার করেছেন মুনু মিয়া নামের একজন স্থানীয় বালু ব্যবসায়ী। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের আইনী নিদের্শনা রয়েছি কি না? জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) জয়নাল আবেদীন লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই বিষয়ে ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়াম্যানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসন ব্যবস্থ নেবে। প্রশাসনের পক্ষ থেকে কুশিয়ারা নদীতে তদারকি অব্যাহত রয়েছে।’