, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক জগন্নাথপুরে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব সিলেটে সুপারির দামে অস্থিরতা : কেজিপ্রতিতে দাম বেড়েছে ৫০০ টাকা সিলেটে যানজট ও দুর্ঘটনা এড়াতে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধ : পুলিশ কমিশনার

জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

অবশেষে হকারমুক্ত হলো সিলেটের কিনব্রিজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিনব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়। এখন থেকে এই সেতু দিয়ে কেবল মোটরসাইকেল চলাচল করতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিনব্রিজ ও আশপাশের সড়কে হকারদের উপস্থিতি পরিবহন ব্যবস্থা বিঘ্নিত করছিল। যানবাহনের চলাচলে অসুবিধা ও সাধারণ জনজীবনে সমস্যা তৈরি হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘কিনব্রিজকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি। আমরা চাই এ এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘কিনব্রিজ হকারমুক্ত করার সুফল সবাই পাবেন। ১৫ দিনের মধ্যে হকারদের পুনর্বাসন করা হবে। উচ্ছেদ অভিযানকে সফল করতে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক জানান, কিনব্রিজ থেকে হকার উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের জন্য যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবেন। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এ দাবিকে সমর্থন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন।

জনপ্রিয়

আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা

জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত সিলেটের ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ

প্রকাশের সময় : ০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে হকারমুক্ত হলো সিলেটের কিনব্রিজ। জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে কিনব্রিজ এলাকা হকারমুক্ত করা হয়। এখন থেকে এই সেতু দিয়ে কেবল মোটরসাইকেল চলাচল করতে পারবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় বিভিন্ন মার্কেটের সামনের দোকানের মালামাল ফুটপাত থেকে অপসারণ ছাড়াও ফুটপাত ও রাস্তার পাশে ভাসমান দোকান ভ্যানগাড়ি উচ্ছেদ করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিনব্রিজ ও আশপাশের সড়কে হকারদের উপস্থিতি পরিবহন ব্যবস্থা বিঘ্নিত করছিল। যানবাহনের চলাচলে অসুবিধা ও সাধারণ জনজীবনে সমস্যা তৈরি হওয়ায় এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘কিনব্রিজকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি। আমরা চাই এ এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক।’

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, ‘কিনব্রিজ হকারমুক্ত করার সুফল সবাই পাবেন। ১৫ দিনের মধ্যে হকারদের পুনর্বাসন করা হবে। উচ্ছেদ অভিযানকে সফল করতে সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সিলেটের জেলা প্রশাসক জানান, কিনব্রিজ থেকে হকার উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। খবরটি প্রকাশের পর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাসহ বিভিন্ন স্তরের জনগণ এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। পরে ১১ সেপ্টেম্বর দক্ষিণ সুরমাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কিনব্রিজ সুরমার দুই তীরের জনগণের জন্য যাতায়াতের গুরুত্বপূর্ণ সেতু। ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হবেন। স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক ও পরিবহণ নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্য পরিবহন নেতৃবৃন্দ কিনব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের জন্য অনুরোধ জানান। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দও এ দাবিকে সমর্থন করেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কিনব্রিজে মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন।