সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।