, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা আফগানিস্তানের বিদায়, বাংলাদেশকে সঙ্গে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা বিয়ানীবাজারে ১২ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ তালেবানের আমন্ত্রণে আফগানিস্তানে মামুনুল হকসহ সাত আলেম সহকর্মীদের ভালোবাসায় সিক্ত সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের এমডি আব্দুল্লাহ শাবিপ্রবিতে স্টুডেন্ট এইড সাস্ট এর ‘ফ্রি স্টুডেন্ট হেলথ ক্যাম্প’ উদ্বোধন বিশ্বনাথে ইউপি চেয়ারম্যান ধলা মিয়া উপর হামলার ঘটনায় মামলা লালাবাজারে পুলিশের অভিযানে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক জগন্নাথপুরে সিংহ ঘুরে বেড়ানোর ঘটনাটি গুজব সিলেটে সুপারির দামে অস্থিরতা : কেজিপ্রতিতে দাম বেড়েছে ৫০০ টাকা

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

সিলেটে ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ফরিদ মিয়া (৪৫) নামে এক রাখাল।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওইসময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি কমপ্লেক্সের প্রধান গেট দিয়ে প্রবেশকালে ফরিদ মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ সাংবাদিকদের বলেন, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরেও গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের বহনকারী জিপ অনেক সময় বেপরোয়া গতিতে চলে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে ইউএনও ঊর্মি রায়ের মোবাইলে কল করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজি তবারক হোসেন বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতাম।

জনপ্রিয়

বিশ্বনাথে চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় বিএনপির ২৯ জনকে আসামি করে মামলা

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় এক ব্যক্তি নিহত

প্রকাশের সময় : ০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটে ফেঞ্চুগঞ্জ সড়কে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন ফরিদ মিয়া (৪৫) নামে এক রাখাল।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ মিয়া উপজেলার নৈখাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ফরিদ মিয়া গরু চরাতে উপজেলা কমপ্লেক্স এলাকায় যান। ওইসময় ইউএনও ঊর্মি রায়কে বহনকারী একটি সরকারি জিপ গাড়ি কমপ্লেক্সের প্রধান গেট দিয়ে প্রবেশকালে ফরিদ মিয়াকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে। নিহতের ভাই শরীফ সাংবাদিকদের বলেন, গাড়ি চাপায় আমার ভাইয়ের এক হাত ভেঙে যায়, মাথা ও শরীরেও গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি কর্মকর্তাদের বহনকারী জিপ অনেক সময় বেপরোয়া গতিতে চলে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে জানতে ইউএনও ঊর্মি রায়ের মোবাইলে কল করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাজি তবারক হোসেন বলেন, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাড়িচালককে আটক করা হয়। পরে বিষয়টি আপোষে মিমাংসা হয়েছে। নিহতের পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতাম।