, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন সুরমা নদীতে পড়ে যাওয়া ফুটবল আনতে গিয়ে নিখোঁজ কিশোর আবির সিলেটে রাংপানিতে টাস্কফোর্সের অভিযানে ২০ হাজার ঘনফুট পাথর প্রতিস্থাপন হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক এলাকায় একই ছাদের নিচে স্থাপন হচ্ছে দুইটি পুলিশ ক্যাম্প : উদ্বোধন ২৪ আগস্ট বিশ্বনাথে জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী আব্দুল হান্নানের দিনব্যাপী গণসংযোগ লালাবাজারে সংঘর্ষে আহত লিটন ও মিন্টু অপারেশন থিয়েটারে, দোয়া কামনা পাপড়ি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনায় লালাবাজার ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সিফতা গ্রেফতার হবিগঞ্জে দিনমজুর ছাওধন মিয়ার এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ৬৭ হাজার ৯৫ টাকা জাফলংয়ে পাথর লুটের ঘটনায় ১৫০ জনকে আসামী করে প্রশাসনের মামলা নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে আবারো সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও বদল

নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে আবারো সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও বদল

পাথরকাণ্ডে ব্যাপক সমালোচনার পর সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে সরিয়ে সোমবার (১৮ আগস্ট) মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক আদেশে কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. রবিন মিয়া।

রবিন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার এক আদেশে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন হলেও মঙ্গলবার আরেক আদেশে রবিন মিয়াকে কোম্পানীগঞ্জের ইউএনও করা হয়েছে। এবং মোহাম্মদ শফিকুর রহমানকে ইউএনও চুনারুঘাটের দায়িত্ব দেওয়া হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সাদাপাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও।

এদিকে সোমবার সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।

জনপ্রিয়

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত ২০ জন

নিয়োগের ২৪ ঘন্টার মধ্যে আবারো সিলেটের কোম্পানীগঞ্জের ইউএনও বদল

প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে

পাথরকাণ্ডে ব্যাপক সমালোচনার পর সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে সরিয়ে সোমবার (১৮ আগস্ট) মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো। ২৪ ঘণ্টা না পেরোতেই আরেক আদেশে কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. রবিন মিয়া।

রবিন মিয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। এর আগে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার এক আদেশে মোহাম্মদ শফিকুল ইসলামকে কোম্পানীগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে পদায়ন হলেও মঙ্গলবার আরেক আদেশে রবিন মিয়াকে কোম্পানীগঞ্জের ইউএনও করা হয়েছে। এবং মোহাম্মদ শফিকুর রহমানকে ইউএনও চুনারুঘাটের দায়িত্ব দেওয়া হয়।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। লুটপাট বন্ধে দায়িত্বশীল আচরণ না করে উল্টো লুটপাটে সহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। সাদাপাথর লুট নিয়ে কয়েক মাস ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেননি ইউএনও।

এদিকে সোমবার সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‌্যাবের সাবেক আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।