সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে এক শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিশ্বনাথ থানার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) ও ওসমানীনগর থানার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)।
জানা গেছে, উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের আব্দুল কাইয়ুম (৩৮), (পিতা-আব্দুস সোবান) এর বাড়ির সুপারি গাছ থেকে গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে একই গ্রামের শিশু সাদিকুর রহমান (১০), (পিতা-আব্দুর রাজ্জাক) সুপারি তুলছিল। এ সময় কাইয়ুমের পরিবারের লোকজন শিশুটিকে হাতে-নাতে ধরে ফেলে। পরে তারা শিশুটির হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করে এবং মাথার কিছু অংশের চুল কেটে ফেলে।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে এবং সর্বমহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি নজরে আসার পর ওসমানীনগর থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে দু’জনকে আটক করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, শিশু নির্যাতনের ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসমানীনগর প্রতিনিধি 



















