সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) ভোরে উপজেলার জাফলং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার যুবকের নাম জুনেদ আহমেদ (২২)।
মামলার বরাতে পুলিশ জানায়, রোববার রাতে শিশুটিকে একা ঘরে পেয়ে ধর্ষণ করা হয়। তখন তার মা বাড়ির বাইরে গিয়েছিলেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানতে শিশুটিকে হুমকি দেওয়া হয়।
শিশুটির মা শুক্রবার গভীর রাতে জুনেদকে আসামি করে মামলা করে। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশুটিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাতপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।