, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন ডাক্তার জহির সিলেট জেলা যুবদল নেতাকে দেখতে হাসপাতালে এম এ মালিক জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ফ্যাসিবাদ নির্মূল হবে না: সিলেটে খেলাফত মজলিসের গণমিছিল বিশ্বনাথে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের ধৈর্য্য ধরার আহ্বান লুনার রক্তের ঋণ পরিশোধের জন্য জাতি পরবর্তী সরকারের জন্য অপেক্ষা করবেনা : এডভোকেট জুবায়ের সিলেটে কিশোর গ্যাং লিডার বুলেট মামুন ২ সহযোগীসহ গ্রেফতার যুদ্ধবিরতি কার্যকর : থেমেছে ইসরাইলি হামলা, দলে দলে ঘরে ফিরছেন গাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে ১৮-২০ ঘণ্টায় ঢাকায় পৌঁছাতে হয় : সংবাদ সম্মেলনে আরিফুল হক  জনগণের সেবা সহজীকরণের উদ্দেশ্যে ‘জিনিয়া অ্যাপ’ চালু করা হয়েছে : আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

আটক আক্তার হোসেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। এবং নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।

পরে গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ আরও তিনজনের নামে একটি মামলা দায়ের করেন।

সোমবার সকালে সেই মামলায় হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর শরীফার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জনপ্রিয়

গুমের ডকুমেন্টারির শ্যুটিংয়ের জন্যে সিলেটে বিএনপির সালাউদ্দিন

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশের সময় : ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে স্ত্রীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে।

আটক আক্তার হোসেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। এবং নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।

পরে গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ আরও তিনজনের নামে একটি মামলা দায়ের করেন।

সোমবার সকালে সেই মামলায় হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর শরীফার মৃত্যু হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।