সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক গতিপ্রবাহ তৈরি হয়েছে। নিজ প্রার্থীতা ঘোষণা দিয়ে এ আসনের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন মাটি ও মানুষের প্রিয় মুখ, সাবেক জনপ্রিয় সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিমের যোগ্য সহধর্মিণী এডভোকেট জেবুন নাহার সেলিম।
তাঁর প্রার্থীতা ঘোষণার পর থেকেই তিনটি উপজেলাজুড়ে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ ভোটারদের মাঝেও ফিরে এসেছে এক ধরনের আশা ও প্রত্যাশা—যে নেতৃত্ব জনগণের পাশে থেকে তাঁদের কণ্ঠস্বরকে উচ্চকিত করবে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এডভোকেট জেবুন নাহার সেলিমের মাঠে নামা সিলেট-৪ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তাঁর রাজনৈতিক পরিশীলন, সাংগঠনিক দক্ষতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক ইতোমধ্যেই তিনটি উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, মরহুম দিলদার হোসেন সেলিম তাঁর সাংসদ থাকাকালীন সময়ে এ অঞ্চলের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এখন তাঁর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তাঁর সহধর্মিণী এডভোকেট জেবুন নাহার সেলিম।