, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

জকিগঞ্জে নোমান হত্যাকাণ্ড : অভিযোগের তীর পরিবারের দিকে, দেওয়া হয়নি থানায় অভিযোগ

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন নতুন রহস্য যোগ হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। বিষয়টি স্থানীয়দের কাছে আরও সন্দেহজনক মনে হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তারা প্রকাশ্যে দাবি করেছেন—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, হত্যার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। এমনকি সিসি ক্যামেরা সরিয়ে ফেলা ও লাশ উদ্ধারের পর থানায় তাদের অনুপস্থিতিও রহস্য ঘনীভূত করেছে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক দিক মাথায় রেখে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

জকিগঞ্জে নোমান হত্যাকাণ্ড : অভিযোগের তীর পরিবারের দিকে, দেওয়া হয়নি থানায় অভিযোগ

প্রকাশের সময় : ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

সিলেটের জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে নতুন নতুন রহস্য যোগ হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী, দুই মেয়ে, শ্যালকসহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা হয়নি।

গত বুধবার বিকেলে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেত থেকে ব্যবসায়ী নোমান উদ্দিনের (৫০) লাশ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। কিন্তু পরে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণ দাবি আসে। বিষয়টি স্থানীয়দের কাছে আরও সন্দেহজনক মনে হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা। তারা প্রকাশ্যে দাবি করেছেন—নোমান উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম, শ্যালক হানিফ আহমদ সুমনসহ পরিবারের সদস্যরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয়দের ভাষ্য, হত্যার পর পরিবারের আচরণ ছিল অস্বাভাবিক। এমনকি সিসি ক্যামেরা সরিয়ে ফেলা ও লাশ উদ্ধারের পর থানায় তাদের অনুপস্থিতিও রহস্য ঘনীভূত করেছে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “ঘটনার পর থেকে নিহতের স্ত্রী, সন্তান, শ্যালক ও নিকটাত্মীয়সহ অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একাধিক দিক মাথায় রেখে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখা হচ্ছে।”

উল্লেখ্য, নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি প্রবাসে ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে কালিগঞ্জ বাজারে মুদি ব্যবসা শুরু করেন।