, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সুনামগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত, ৩৩টি গরু জব্দ

সুনামগঞ্জ সীমান্তে গরু চোরাকারবারিদের হামলায় বিজিবির নায়েক মো. আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় বিজিবির পাল্টা প্রতিরোধে চোরাকারবারিরা ৩৩টি গরু, অস্ত্রসস্ত্র ও একটি ট্রলার ফেলে পালায়। আহত বিজিবি সদস্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাংগালভিটা বিওপির সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর এলাকায় টহল কার্যক্রমে যায়।

রাত ১০টার দিকে ১০০ থেকে ১২০ জন চোরাকারবারির একটি সংঘবদ্ধ দল ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ইট-পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়।

অভিযানে বিজিবি ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করা হয়। গুলিবিদ্ধ নায়েক মো. আখতারুজ্জামানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলা করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সুনামগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত, ৩৩টি গরু জব্দ

প্রকাশের সময় : ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জ সীমান্তে গরু চোরাকারবারিদের হামলায় বিজিবির নায়েক মো. আখিরু্জ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ সময় বিজিবির পাল্টা প্রতিরোধে চোরাকারবারিরা ৩৩টি গরু, অস্ত্রসস্ত্র ও একটি ট্রলার ফেলে পালায়। আহত বিজিবি সদস্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিজিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে বাংগালভিটা বিওপির সুবেদার সিগন্যাল মো. ইসরাইল খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রূপনগর এলাকায় টহল কার্যক্রমে যায়।

রাত ১০টার দিকে ১০০ থেকে ১২০ জন চোরাকারবারির একটি সংঘবদ্ধ দল ভারতীয় গরুভর্তি একটি ট্রলার নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ইট-পাথর ও বল্লম নিক্ষেপ করে এবং গাদা বন্দুক দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়।

অভিযানে বিজিবি ৩৩টি গরুসহ একটি ট্রলার আটক করে। এছাড়া ঘটনাস্থল থেকে বল্লম, দা, কাঁচি, পাথর ও ঢাল জব্দ করা হয়। গুলিবিদ্ধ নায়েক মো. আখতারুজ্জামানকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জব্দকৃত মালামালসহ মধ্যনগর থানায় মামলা করা হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে।