, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা সিলেটে ঘর থেকে তুলে নিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেল ৬টার দিকে শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা করে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে ছাত্রলীগের একটি গ্রুপ ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। স্থানীয় ছাত্রলীগের মামুন, আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘৫ আগস্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। ৬ আগস্ট টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রদের ওপর হামলা করে। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে শাহপরান থানার ওসি এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে।’

জনপ্রিয়

ইলিয়াস আলীকে কারা গুম করেছিল, ‘বের করা হয়েছে’ : ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ঘোষণা

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৪

প্রকাশের সময় : ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ আগস্ট ২০২৫

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৬টার দিকে সিলেটের বালুচর নয়াবাজার এলাকার কিংস ফুটসাল মাঠে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। পরে বিকেল ৬টার দিকে শিক্ষার্থীদের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সশস্ত্র হামলা করে। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয় এবং ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ চলাকালীন সময়ে ছাত্রলীগের একটি গ্রুপ ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা হামলাকারীদের মধ্যে একজনকে আটক করতে পেরেছি। মূলত জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন করায় সহ্য করতে না পেরে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায়। স্থানীয় ছাত্রলীগের মামুন, আবির, রায়হান, বিপ্লবসহ বেশ কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। অতিদ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বলেন, ‘৫ আগস্ট সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট’ শুরু হয়। ৬ আগস্ট টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রদের ওপর হামলা করে। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছে বলে জেনেছি। বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে শাহপরান থানার ওসি এবং ডিসি মহোদয়কে জানানো হয়েছে।’