, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে রাস্তায় রশি বেঁধে ডাকাতিকালে দুর্ঘটনায় তরুণ নিহত

সিলেট-কোম্পানিগঞ্জ মহাসড়কের তেলিখাল নামক স্থানে ডাকাত দলের বাঁধা দড়ির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই তরুণ মোটরসাইকেল আরোহী।

নিহতের নাম সবুজ আহমদ (২৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১টার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।

স্থানীয় উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছানো মাত্র অন্ধকারে দড়ি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলে সবুজ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।

নিহত সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলা বাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমরান আলী আরও জানান, নিহত সবুজ আহমেদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আমাদের ২টি টহল টিম ছিল। ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। এর সাথে কারা জড়িত তাদের বের করার চেষ্টা করছি। নিহত সবুজের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যহত রেখেছি।’

জনপ্রিয়

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

সিলেটে রাস্তায় রশি বেঁধে ডাকাতিকালে দুর্ঘটনায় তরুণ নিহত

প্রকাশের সময় : ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সিলেট-কোম্পানিগঞ্জ মহাসড়কের তেলিখাল নামক স্থানে ডাকাত দলের বাঁধা দড়ির ফাঁদে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই তরুণ মোটরসাইকেল আরোহী।

নিহতের নাম সবুজ আহমদ (২৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১টার দিকে সিলেট থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অপর দুজন হচ্ছে সুমন আহমদ ও শরীফ আহমদ।

স্থানীয় উত্তর কলাবাড়ি গ্রামের বাসিন্দা ইমরান আলী জানান, নিহত সবুজ আহমদ তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেলিখাল এলাকার কাটাখাল নামক স্থানে আগ থেকেই সড়কে রশি বেঁধে রেখেছিল ডাকাতদল। সেখানে পৌঁছানো মাত্র অন্ধকারে দড়ি খেয়াল করতে না পেরে দুর্ঘটনার কবলে পড়েন এই তিন মোটরসাইকেল আরোহী। এতে ঘটনাস্থলে সবুজ আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুইজন সুমন আহমদ ও শরীফ আহমদ।

নিহত সুমন আহমেদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কলা বাড়ি গ্রামে। শরীফ আহমদ একই উপজেলার বুড়দেও গ্রামের বাসিন্দা। তারা দুজন ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইমরান আলী আরও জানান, নিহত সবুজ আহমেদের মরদেহ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। সবুজ আহমদ পেশায় একজন ব্যবসায়ী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে আমাদের ২টি টহল টিম ছিল। ডাকাতরা খুবই সতর্কতার সহিত সুযোগ বুঝে এই কাজটি করে। আমরা এ বিষয়টি নিয়ে কাজ করছি। এর সাথে কারা জড়িত তাদের বের করার চেষ্টা করছি। নিহত সবুজের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার মামলা দায়ের করবে বলে জানিয়েছে। আমরাও আমাদের আইনি কার্যক্রম অব্যহত রেখেছি।’