আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে-বর্তমান অন্তর্বর্তী সরকারের এমন ঘোষণার পর থেকেই সারাদেশের মতো সিলেটেও শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা।
ইতোমধ্যে সিলেট সফরে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।
এ নির্দেশনার পর সিলেটের রাজনীতিতে নতুন করে গতি ফিরেছে।
বিশেষ করে সিলেট-১ আসন ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ। রাজনৈতিক অঙ্গনে প্রচলিত রয়েছে, এই আসনে যে দলের প্রার্থী জয়ী হন, তারাই সরকার গঠন করে।
এই আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহী দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ইতোমধ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাঠে। এবার আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলেন দলের আরেক উপদেষ্টা, সিলেট সিটি করপোরেশনের সাবেক দুই বারের মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১১ জুলাই) বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের আগ্রহের কথা জানান তিনি।
আরিফুল হক এ সময় বলেন, এ বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট-১ আসনে চাই।
তিনি যদি এ আসন থেকে নির্বাচন করেন, তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আর যদি কোনো কারণে তিনি এখানে না আসতে চান, তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিলেটের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে-সবার ইজাজত নিয়ে আজ জুমার নামাজ পড়ে এখান থেকে আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন, এই মসজিদে (বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের নেতা মরহুম এম সাইফুর রহমান মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আজ এখান থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।