, সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ জুলাই বৈষম্যহীন দেশ গড়ার চেতনা : খান মো. রেজা-উন-নবী ‘সিলেট নগরীকে পর্যায়ক্রমে ভিক্ষুক মুক্ত করা হবে’ সিলেটে পুলিশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজল মিয়ার ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক সিলেট-চারখাই-শেওলা চারলেন প্রকল্প বাতিলের ষড়যন্ত্র মেনে নেয়া হবেনা : ড. মো: এনামুল হক চৌধুরী বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা তারেক রহমানকে নিয়ে নাদেলের কটুক্তির প্রতিবাদে সিলেট জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় গোলাপগঞ্জে মাদকসহ একই পরিবারের ৪ জনসহ ৬ জনকে গ্রেপ্তার জকিগঞ্জে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজ্ঞাপন :
সকল জেলায় সাংবাদিক নিয়োগ চলছে

সিলেটে চলছে পণ‍্যপরিবহন ধর্মঘট

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারী খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল দুপুর ১টা পর্যন্ত ঢিলেঢালাভাবেই পালন করা হচ্ছে এ ধর্মঘট।

সকালে সিলেট শহরের বিভিন্ন কাঁচা বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, শনিবার রাতে বেশ কিছু ট্রাক কাঁচামাল সরবরাহ করেছে। যার ফলে পাইকারি বাজারে পণ‍্যের দামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবে পণ‍্য পরিবহনে ভোগান্তি পেতে হচ্ছে ব‍্যবসায়ীদের।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ‘জেলার সব পরিবহন সংগঠন এই কর্মসূচিতে একতাবদ্ধ হয়েছে। আমাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে দ্রুত সুরাহা না হলে, ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি আসবে।’

এদিকে আন্দোলনের তীব্রতা আপাতত কিছুটা শিথিল রাখা হয়েছে বলে জানা গেছে। ধর্মঘট আহ্বানকারীরা জানিয়েছেন, রবিবার আশুরা এবং সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিলেট সফরের বিষয়টি বিবেচনায় রেখে তারা এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। শনিবার রাতে পরিবহন খাতের শীর্ষ নেতারা এক বৈঠকে বসে সোমবার বিকাল পর্যন্ত দাবি বাস্তবায়নের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নেন।

তবে দাবি আদায় না হলে মঙ্গলবার (৮ জুলাই) থেকে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। তখন গণপরিবহন পর্যন্ত ধর্মঘটের আওতায় আসতে পারে বলেও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি ৪ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতারা। তবে সে সময়সীমা অতিক্রান্ত হলেও প্রশাসন দাবি মেনে না নেওয়ায় শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।

জনপ্রিয়

বাস চালক গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটের ৩ জেলায় বাস চলাচল বন্ধ

সিলেটে চলছে পণ‍্যপরিবহন ধর্মঘট

প্রকাশের সময় : ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারী খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল দুপুর ১টা পর্যন্ত ঢিলেঢালাভাবেই পালন করা হচ্ছে এ ধর্মঘট।

সকালে সিলেট শহরের বিভিন্ন কাঁচা বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, শনিবার রাতে বেশ কিছু ট্রাক কাঁচামাল সরবরাহ করেছে। যার ফলে পাইকারি বাজারে পণ‍্যের দামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবে পণ‍্য পরিবহনে ভোগান্তি পেতে হচ্ছে ব‍্যবসায়ীদের।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ‘জেলার সব পরিবহন সংগঠন এই কর্মসূচিতে একতাবদ্ধ হয়েছে। আমাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে দ্রুত সুরাহা না হলে, ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি আসবে।’

এদিকে আন্দোলনের তীব্রতা আপাতত কিছুটা শিথিল রাখা হয়েছে বলে জানা গেছে। ধর্মঘট আহ্বানকারীরা জানিয়েছেন, রবিবার আশুরা এবং সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিলেট সফরের বিষয়টি বিবেচনায় রেখে তারা এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। শনিবার রাতে পরিবহন খাতের শীর্ষ নেতারা এক বৈঠকে বসে সোমবার বিকাল পর্যন্ত দাবি বাস্তবায়নের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নেন।

তবে দাবি আদায় না হলে মঙ্গলবার (৮ জুলাই) থেকে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। তখন গণপরিবহন পর্যন্ত ধর্মঘটের আওতায় আসতে পারে বলেও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি ৪ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতারা। তবে সে সময়সীমা অতিক্রান্ত হলেও প্রশাসন দাবি মেনে না নেওয়ায় শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।