, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সুনামগঞ্জে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত সিলেটে ৩ দিনব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু সিলেট শাহজালাল মাজার থেকে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২ সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত অপহরণ করে বিবস্ত্র নির্যাতন ও ভিডিও দেখিয়ে ৮ লাখ টাকা মুক্তিপণ, সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার ২ আমি নির্বাচিত হলে সাংবাদিক সমাজসহ সকলের কল্যাণে কাজ করবো: ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতা গ্রেফতার দিরাইয়ে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে ব্র্যাকের সমন্বয় সভা

সিলেটে চলছে পণ‍্যপরিবহন ধর্মঘট

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারী খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল দুপুর ১টা পর্যন্ত ঢিলেঢালাভাবেই পালন করা হচ্ছে এ ধর্মঘট।

সকালে সিলেট শহরের বিভিন্ন কাঁচা বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, শনিবার রাতে বেশ কিছু ট্রাক কাঁচামাল সরবরাহ করেছে। যার ফলে পাইকারি বাজারে পণ‍্যের দামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবে পণ‍্য পরিবহনে ভোগান্তি পেতে হচ্ছে ব‍্যবসায়ীদের।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ‘জেলার সব পরিবহন সংগঠন এই কর্মসূচিতে একতাবদ্ধ হয়েছে। আমাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে দ্রুত সুরাহা না হলে, ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি আসবে।’

এদিকে আন্দোলনের তীব্রতা আপাতত কিছুটা শিথিল রাখা হয়েছে বলে জানা গেছে। ধর্মঘট আহ্বানকারীরা জানিয়েছেন, রবিবার আশুরা এবং সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিলেট সফরের বিষয়টি বিবেচনায় রেখে তারা এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। শনিবার রাতে পরিবহন খাতের শীর্ষ নেতারা এক বৈঠকে বসে সোমবার বিকাল পর্যন্ত দাবি বাস্তবায়নের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নেন।

তবে দাবি আদায় না হলে মঙ্গলবার (৮ জুলাই) থেকে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। তখন গণপরিবহন পর্যন্ত ধর্মঘটের আওতায় আসতে পারে বলেও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি ৪ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতারা। তবে সে সময়সীমা অতিক্রান্ত হলেও প্রশাসন দাবি মেনে না নেওয়ায় শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।

জনপ্রিয়

সুনামগঞ্জে দুই বন্ধুর ঝগড়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা

সিলেটে চলছে পণ‍্যপরিবহন ধর্মঘট

প্রকাশের সময় : ০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

সিলেটের জেলা প্রশাসকের অপসারণ ও সকল পাথর কোয়ারী খুলে দেওয়াসহ ৫ দফা দাবিতে সিলেটে ট্রাক শ্রমিকদের ৪৮ ঘন্টার ধর্মঘট দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রবিবার (৬ জুলাই) সকাল দুপুর ১টা পর্যন্ত ঢিলেঢালাভাবেই পালন করা হচ্ছে এ ধর্মঘট।

সকালে সিলেট শহরের বিভিন্ন কাঁচা বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, শনিবার রাতে বেশ কিছু ট্রাক কাঁচামাল সরবরাহ করেছে। যার ফলে পাইকারি বাজারে পণ‍্যের দামে প্রভাব না পড়লেও স্থানীয়ভাবে পণ‍্য পরিবহনে ভোগান্তি পেতে হচ্ছে ব‍্যবসায়ীদের।

সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, ‘জেলার সব পরিবহন সংগঠন এই কর্মসূচিতে একতাবদ্ধ হয়েছে। আমাদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে দ্রুত সুরাহা না হলে, ৪৮ ঘণ্টার কর্মবিরতির পর আরও কঠোর কর্মসূচি আসবে।’

এদিকে আন্দোলনের তীব্রতা আপাতত কিছুটা শিথিল রাখা হয়েছে বলে জানা গেছে। ধর্মঘট আহ্বানকারীরা জানিয়েছেন, রবিবার আশুরা এবং সোমবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের সিলেট সফরের বিষয়টি বিবেচনায় রেখে তারা এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছেন না। শনিবার রাতে পরিবহন খাতের শীর্ষ নেতারা এক বৈঠকে বসে সোমবার বিকাল পর্যন্ত দাবি বাস্তবায়নের অপেক্ষায় থাকার সিদ্ধান্ত নেন।

তবে দাবি আদায় না হলে মঙ্গলবার (৮ জুলাই) থেকে এই আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। তখন গণপরিবহন পর্যন্ত ধর্মঘটের আওতায় আসতে পারে বলেও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, গত ২ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশে সরকারের প্রতি ৪ জুলাইয়ের মধ্যে দাবি পূরণের সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতারা। তবে সে সময়সীমা অতিক্রান্ত হলেও প্রশাসন দাবি মেনে না নেওয়ায় শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট।