সিলেট-আখাউড়া রেলপথে ১৬৭টি অরক্ষিত রেলক্রসিং প্রতিদিনই পথচারী ও যানবাহনের জন্য মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লোকবল সংকটে এসব ক্রসিংয়ে গেট বসানো বা রেলওয়ে স্টাফ রাখা সম্ভব হচ্ছে না।
রেলপথে বৈধ ৭২টি ক্রসিং থাকা সত্ত্বেও প্রায় সব স্থানে গেটম্যান থাকেন না। এ রুটে ২০১৬ সাল থেকে অন্তত ২৫ জন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
২০২১ সালের জরিপ অনুযায়ী, সিলেট বিভাগের মোট ২৩৯টি রেলক্রসিংয়ের মধ্যে ১৬৭টি অননুমোদিত। এসব ক্রসিংয়ে সরকারি অনুমোদন নেই, তাই গেটও নেই। তবু শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রতিদিনই ঝুঁকি নিয়ে এসব ক্রসিং পার হচ্ছে।
সিলেট স্টেশন ম্যানেজার মুহাম্মদ নূরুল ইসলাম জানান, লোকবল সংকটের কারণে লেভেল ক্রসিং নিরাপদ করা যাচ্ছে না। তিনি আশ্বস্ত করেছেন, শিগগিরই সমস্যার সমাধান হবে। স্থানীয়রা মনে করছেন, দৃশ্যমান পদক্ষেপ ছাড়া আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















