জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার সিলেটে ইসলামী ও সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে আসরের আগেই সমাপ্ত হবে এ মহাসমাবেশ।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে সিলেট মহানগরী জুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আলিয়া মাদরাসা মাঠে প্যান্ডেল, সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জার কাজ শেষ হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় সমাবেশ বাস্তবায়নে সার্বিক তৎপরতা চলছে।
শুক্রবার বাদ জুমআ মাঠ পরিদর্শন করে ৮ দলের জেলা-মহানগর নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জানান, জনমতের পাঁচ দফা দাবিকে শক্তিশালী করতে সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
সমাবেশে বক্তব্য রাখবেন ৮ দলের শীর্ষ নেতারা—বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সারওয়ার কামাল আজিজি, খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ প্রধান এবং বিডিপি সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন।
সমাবেশকে ঘিরে সিলেট বিভাগে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, উপজেলা পর্যায়ে চলছে প্রচার, লিফলেট বিতরণ, মিছিল ও বিভিন্ন কর্মসূচি। সাধারণ মানুষের মধ্যেও সমাবেশ ঘিরে আগ্রহ ব্যাপক।
আয়োজক সূত্র জানায়, দুপুর ১২টায় সমাবেশের মূল পর্ব শুরু হবে। ১টা ১৫ মিনিটে নামাজের বিরতি এবং বিকেল পৌনে ২টা থেকে পুনরায় শুরু হয়ে পৌনে ৪টায় শেষ হবে।
সমাবেশে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ। এরপর ধারাবাহিকভাবে বক্তব্য দেবেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমানের ভাষণের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি হবে।
লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। আশা করছি লাখো মানুষের সমাগম ঘটবে।
ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে। সবশেষ বিভাগীয় সমাবেশ হিসেবে আজকের সিলেটের সমাবেশ হবে ইতিহাসের সাক্ষী এমন প্রত্যাশা আয়োজকদের।

নিজস্ব প্রতিবেদক 



















