সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সমন্বয়ে স্থানীয় উন্নয়ন ঘটাতে নির্বাচনে এডভোকেট শিশির মনিরের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে দিরাই থানা পয়েন্টে অনুষ্ঠিত যুব ও গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত ৫৪ বছরে অসংখ্য নেতা আশ্বাস দিয়েও নির্বাচিত হওয়ার পর জনগণের কথা ভুলে গেছেন। দিরাই-শাল্লার মানুষের ভাগ্য উন্নয়নে কেউ এগিয়ে আসেনি। ভাগ্য উন্নয়ন ঘটাতে হলে শিশির মনিরকে ভোট দিতে হবে।
সাদিক কায়েম আরও বলেন, শিশির মনির ইতিমধ্যেই রাস্তাঘাট নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, ফ্রি চক্ষু চিকিৎসা সহ নানা উন্নয়নমূলক কাজ করেছেন। নির্বাচিত হলে দিরাই-শাল্লাকে বাংলাদেশের রুল মডেল হিসেবে তৈরি করবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্র শিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শিশির মনির। তিনি নির্বাচিত হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ইউনিয়ন থেকে উপজেলা সদরের সংযোগ সড়ক নির্মাণ এবং ৪৫ হাজার বেকারের কর্মসংস্থানসহ নানা উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মোঃ শাহীনুর রহমান। সমাবেশে দিরাই ও শাল্লা জামায়াতের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

মো: আয়মান মিয়া, দিরাই 



















