সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় রাজু আহমদ (৩০) নামে এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। ঘটনাস্থল থেকেই স্থানীয়দের সহায়তায় পাপ্পু নামে আরেক যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কুয়ারপাড় এলাকার ইঙ্গুলাল রোডের ৪৯/২ নং বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে। নিহত রাজুর স্থায়ী ঠিকানা নরসিংদী জেলার বাগদি গ্রামে; তিনি মৃত ইয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় বাসার ভেন্টিলেটরের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রাজুকে ঝুলন্ত দেখতে পান পাশের বাসার লোকজন। তারা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন এবং একই বাড়ির ভেতরে অবস্থান করা পাপ্পুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু-তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আটক যুবক পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ জানতে তদন্ত চলছে।
ওসি আরও জানান, নিহতের পরিচয়, বাড়ির ভেতরে থাকা লোকজনের তথ্য, ব্যক্তিগত সম্পর্কসহ সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
এদিকে এলাকার অনেকেই দাবি করেছেন, ঘটনার আগ মুহূর্তে রাজু ও পাপ্পুর মাঝে কথাকাটাকাটি হতে দেখা গেছে। তবে পুলিশ এ তথ্য যাচাই করে দেখছে।
নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা সিলেটে আসছেন বলে জানা গেছে। ঘটনার পর পুরো কুয়ারপাড় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক 



















