, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে উদযাপন মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার সিলেটের ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত

সিলেটের নয়াসড়কে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনের অবস্থা আশঙ্কাজনক

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নয়াসড়ক এলাকার হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে সড়কে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। তবে কাউকে পা্ওয়া যায়নি।

কাজিটুলা এলাকা ও জেলরোড এলাকার কিশোরদের মধ্যে স্কুল কেন্দ্রীক পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপ কমিশনার মো. তারেক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

এরআগে গতরাতে নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধে একজন ছুরিকাহত হয়। শুক্রবার সকালে মারা যায় শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামের ওই কিশোর।

জনপ্রিয়

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার

সিলেটের নয়াসড়কে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের সময় : ০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

সিলেট নগরের নয়াসড়ক এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে নয়াসড়ক এলাকার হাওয়াপাড়া গলির মুখে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের কিশোররা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে একজন কিশোর গুরুতর আহত হয়। আহত কিশোরকে তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। তবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে সড়কে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। তবে কাউকে পা্ওয়া যায়নি।

কাজিটুলা এলাকা ও জেলরোড এলাকার কিশোরদের মধ্যে স্কুল কেন্দ্রীক পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপ কমিশনার মো. তারেক আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুই কিশোর গ্রুপের আগের কিছু বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে। খুব দ্রুতই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিশোর অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

এরআগে গতরাতে নগরের বাদামবাগিচায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের বিরোধে একজন ছুরিকাহত হয়। শুক্রবার সকালে মারা যায় শাহ মাহমুদ হাসান তপু (১৫) নামের ওই কিশোর।