সিলেটের বিভিন্ন বাগান, ঝোপঝাড় ও নির্জন এলাকায় একের পর এক উদ্ধার হচ্ছে দেশিবিদেশি অস্ত্র, এয়ারগান ও গোলাবারুদ। চলতি মাসের শুরু থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–৯) উদ্ধার করেছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি শটগান, আটটি এয়ারগান, সাত রাউন্ড গুলি, ১১২৫টি এয়ারগানের সিসা পেলেট এবং একটি সাউন্ড গ্রেনেড।
বিশেষ করে ২০ থেকে ২৬ নভেম্বর এই সাত দিনে শুধু সিলেটের বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলাতেই মিলেছে একটি ১২ বোর শটগান, একটি সাউন্ড গ্রেনেড, ছয়টি দেশি–বিদেশি এয়ারগান এবং ৭২০টি এয়ারগানের গুলি।
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও সিলেট থেকে কাউকে আটক করতে পারেনি র্যাব। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
র্যাব–৯ সূত্র জানায়, ২০ নভেম্বর রাত ৩টার দিকে বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের জলডোপ কালিবহর এলাকার বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় একটি দেশীয় ১২ বোর শটগান।
২২ নভেম্বর গোলাপগঞ্জ উপজেলার রণকেলি নুরুপাড়ার একটি বাড়ির ঝোপের ভেতর থেকে ৬০ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়।
২৪ নভেম্বর রাত সোয়া ১টার দিকে বিয়ানীবাজারের আলীনগরের কাঠবাগান থেকে মেলে আরেকটি বিদেশি এয়ারগান। একই দিন ছোটদেশ এলাকার আগর ও বাঁশবাগান থেকে ১২৫টি পেলেটসহ দুটি বিদেশি এয়ারগান জব্দ করে র্যাব।
২৫ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁওয়ের খিদিরপুর এলাকার একটি পাকা ঘর থেকে উদ্ধার করা হয় একটি সাউন্ড গ্রেনেড।
সবশেষ ২৬ নভেম্বর বিয়ানীবাজারের কুড়ার বাজার এলাকার একটি কাঠবাগানের ঝোপ থেকে ৫৩৫টি পেলেটসহ আরেকটি এয়ারগান উদ্ধার করে র্যাব–৯।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় চালানো অভিযানে মোট ২৫টি দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, সাতটি এয়ারগান এবং হাজারের বেশি পেলেট উদ্ধার হয়েছে। এসব উদ্ধার অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে বলে দাবি তাদের।
র্যাব–৯–এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অগ্রাধিকার ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















