সিলেট নগরীর পূর্ব মিরাবাজারে ফার্নিচার ব্যবসার জন্য মার্কেট ভাড়া দিয়ে হয়রানির শিকার হচ্ছেন মালিকপক্ষ। ভাড়ার মেয়াদ শেষ হওয়া সত্ত্ব্বেও দোকান ছাড়তে নারাজ ভাড়াটিয়া বিএনপি নেতা আহমদ রেজা। দোকান উদ্ধারে মালিকের কাছে এককোটি টাকা চাঁদা দাবি করেছেন ওই ভাড়াটিয়া। সেইসঙ্গে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে দোকান মালিকের বিরুদ্ধে ভাড়া নিয়ন্ত্রক সহকারী জজ আদালতে মামলা করেছেন। রোববার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নগরীর নাইওরপুলের বাসিন্দা ব্যবসায়ী আলহাজ মো. সাইফুল হক বদরুল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২০ সালের ১লা মার্চ থেকে ৫ বছরের জন্য আলহাজ মো. সাইফুল হক বদরুল মার্কেট ফার্নিচার ব্যবসার জন্য ভাড়া নেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি ও বর্তমানে নগরীর উর্মী ৪১/বি শিবগঞ্জের বাসিন্দা আহমদ রেজা। দোকান ভাড়া নেয়ার সময় তিনি রাজনৈতিক পরিচয় লুকিয়ে রাখেন। ৫ বছরের দোকান ভাড়ার মেয়াদ শেষ হলেও দোকান না ছেড়ে চাঁদা দাবি করছেন। তার অনুমতি ছাড়াই দোকানের দরজা, গ্রিল, শাটার ইত্যাদিতে সংস্কার কাজ করিয়ে জোরপূর্বক নিজের দখল প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছেন। আলহাজ মো. সাইফুল হক বদরুল অভিযোগ করে বলেন, মার্কেট দখলে রাখতে মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নিয়েছেন আহমদ রেজা। দোকান ভাড়ার বিষয়টি সুস্পষ্টভাবে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে এবং সাক্ষীদের সম্মুখে চুক্তিনামা সম্পাদিত হয়েছে। যা দিনের আলোর মতো স্পষ্ট। অথচ রেজা এখন জামানতের টাকা ১২ লাখ টাকা প্রদান করেছে এবং আয়করের দোহাই দিয়ে ১০ বছরের চুক্তির কথা বলে ফায়দা হাসিলের চেষ্টা করছেন। এ ছাড়া চুক্তিনামায় কোথাও উল্লেখ নেই চুক্তির মেয়াদ শেষ হলে তিনি মামলা করতে পারবেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চুক্তিপত্রের শর্তানুযায়ী ভাড়ার মেয়াদ পূর্ণ হওয়ার তিন মাস আগে দোকান ছাড়ার নোটিশ দিতে হয় বলে আহমদ রেজা ক্ষিপ্ত হয়ে হুমকি দেন। যার দরুন জানমাল রক্ষায় গত ২৯শে মার্চ কোতোয়ালি থানায় একটি জিডি এন্ট্রি করেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শামসুল হাবীব বিষয়টির সততা পেয়ে আদালতে প্রসিকিউশন দাখিল করেছেন। তিনি বলেন, দোকান ভাড়া দিয়ে এমন হয়রানির সম্মুখীন হবো তা কল্পনাও করিনি। নিরুপায় হয়ে গত ১৪ই এপ্রিল মহানগর হাকিম আদালতে চাঁদাবাজি ও দোকান দখলের অভিযোগে আহমদ রেজাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন। আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানাকে নির্দেশ প্রদান করেন। সাইফুল হক বদরুল আরও জানান, আহমদ রেজা অসৎ উদ্দেশ্যে জোর করে তার দোকান মেরামত ও সংস্কার কাজ করলে বাধা সত্ত্ব্বেও আগ্রাসী কর্মকাণ্ড চালাতে থাকে। এ ব্যাপারে তিনি আদালতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করলে আদালত রেজাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এ ছাড়া, বিগত ১৩ই সেপ্টেম্বর এসব বিষয়ে প্রতিকার চেয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরেও একটি লিখিত অভিযোগ করেছেন। এসব বিষয়ে সিলেট জেলা ও মহানগ’র বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ করে সুফল পাননি।
আহমদ রেজা সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য বিধায় আইনজীবী সমিতিতে তার বিরুদ্ধে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান। সংবাদ সম্মেলনে সাইফুল হক বদরুল আরও জানান, আহমদ রেজা লোকজনকে হয়রানি ও আইন পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। ২০২২ সালে তার বিরুদ্ধে ১০ লাখ টাকার চেক ডিজনার মামলা দায়ের হয় আমলগ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জগন্নাথপুর সুনামগঞ্জে। মামলাটি দায়ের করেন জগন্নাথপুর কেশবপুর (শ্রীরামপুরের) মো. আলী রাজা। এ ছাড়া, ২০২১ সালে মীরাবাজার আগপাড়া মৌসুমি ৮২ নম্বর বাসায় ভাড়া থাকাকালে চুরি করে বিদ্যুৎ সংযোগের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় বিদ্যুৎ বিভাগের দাবিকৃত ৪ লাখ ৯৭ হাজার ৭৩৬ টাকা ন্যাশনাল ব্যাংকে পরিশোধ করে আহমদ রেজা বিদ্যুৎ আদালত থেকে খালাস পান। ২০২০ সালে নাইওরপুল হোটেল সুপ্রিমের পাশে আমার শোরুমের পাশ থেকে আমার মালিকানাধীন ৬টি বিদ্যুৎ মিটার হাওয়া হয়ে যায়। তিন কর্মচারীসহ এতেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। দোকান পুনরুদ্ধারে তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।
শিরোনাম :
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ চাচা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে উদযাপন
মৌলভীবাজারে বাছুরসহ গাভি চুরি, বিধবার চোখে নেই শান্তি
সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার
সিলেটের ওসমানীনগরে সিএনজি চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের
সিলেটে র্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার
সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ
বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত
সংবাদ সম্মেলন
সিলেটে দোকান ছাড়তে বিএনপি নেতার কোটি টাকা চাঁদা দাবি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশের সময় : ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- ৪২ পড়া হয়েছে
জনপ্রিয়





















