সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে ঘটনাস্থল হিসেবে ব্যবহৃত এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডের “চৌধুরী আবাসিক হোটেল”টি সিলগালা করেছে পুলিশ।
গত ১৯ নভেম্বর ২০২৫ খ্রি., মঙ্গলবার বিকেল ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ওই আবাসিক হোটেলে ডিবি পুলিশের একটি দল হঠাৎ অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে অনৈতিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন : মিছির আলী (৪২), শায়েলা বেগম (৩২)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নন-এফআইআর নং-৪৮৬, তারিখ ২০ নভেম্বর ২০২৫, সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯-এর ধারা ৭৭ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হোটেলটি অসামাজিক কার্যকলাপের আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসার অভিযোগ ছিল। অভিযোগের সত্যতা মেলায় হোটেলটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।
পুলিশের এই অভিযানের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা নিয়মিত এ ধরনের অভিযানের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 



















