সিলেটে র্যাব-৯ এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি যুবলীহ নেতা সন্ত্রাসী আকরাম গ্রেপ্তার হয়েছে।
র্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল ১৭ নভেম্বর (সোমবার) রাত নয়টার দিকে শাহপরান থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের এজাহার নামীয় আসামি আকরামুল ইসলাম মান্না ওরফে আকরামকে গ্রেপ্তার করা হয়।
আকরাম সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা। তিনি দলইপাড়ার হাবিব মিয়ার পুত্র।
গ্রেপ্তারকৃত আসামিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

নিজস্ব প্রতিবেদক 



















