সিলেট শিক্ষাবোর্ডে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণে বদলে গেছে আরও বেশ কিছু শিক্ষার্থীর ফল। ফল চ্যালেঞ্জে নতুন করে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ অর্জন করেছেন আরও সাতজন। মোট গ্রেড পরিবর্তন হয়েছে ১২৫ জনের।
শুক্রবার প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফল থেকে এসব তথ্য পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক শরীফ আহমেদ।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফল পুনঃনিরীক্ষণের জন্য ১৬ হাজার ১৫ শিক্ষার্থী আবেদন করেন। এসব আবেদনে ৫৩ হাজার ৯৩৮টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়। এর মধ্যে ৪৪১টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে ১৪১ জনের, যার মধ্যে নতুন করে সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
পুনঃনিরীক্ষণের এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে স্বস্তি ফিরে পেয়েছেন অনেক শিক্ষার্থী ও অভিভাবক।

নিজস্ব প্রতিবেদক 



















